শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়কে বাংলাদেশে মানবাধিকারের বিপর্যস্ত অবস্থার প্রতীক।
ড. ইউনূস ও তার সহকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসা থেকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’।
সোমবার (০১ জানুয়ারি) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ড. মুহাম্মদ ইউনূসকে দোষী সাব্যস্ত করা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবরুদ্ধ দশার প্রতীক। বাংলাদেশে সরকার তার সমালোচকদের দমিয়ে স্বাধীনতাকে খর্ব করেছে।
মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারকাজ যে অস্বাভাবিক গতিতে শেষ হয়েছে, তা বাংলাদেশের অন্যান্য শ্রম আদালতের মামলার সম্পূর্ণ বিপরীত বলে জানিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠন।
এই রায় ইউনূসের প্রতি রাজনৈতিক প্রতিহিংসার একটি ধরন উল্লেখ করে অ্যামনেস্টি জানিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শ্রম আইন ও বিচারব্যবস্থার অপব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। দেওয়ানি ও প্রশাসনিক ক্ষেত্র-সংশ্লিষ্ট বিষয়ের জন্য মুহাম্মদ ইউনূসসহ তার সহকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু করা শ্রম আইন ও বিচারব্যবস্থার একটি স্পষ্ট অপব্যবহার।
এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০১ জানুয়ারি) বেলা ৩টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা।
দণ্ড পাওয়া অন্য তিনজন হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ