রাজধানীর ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা করেছে অটোরিকশা চালকরা। এসময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা এই ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি পারভেজ বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ার তারা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা করেছে। এই ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। আর ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ