দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের দুর্গম এলাকার ফলাফল দ্রুত সময়ে পাওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। দেশের ২৫টি জেলার ৭২টি এলাকাকে দুর্গম হিসেবে চিহ্নিত করে এসব এলাকার ভোটের ফল সংশ্লিষ্টদের ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।
সোমবার (০১ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা/উপজেলা, সমূদ্র তীরবর্তী উপকূলীয় জেলা/উপজেলার ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ ভোটগণনার বিবরণী রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। তাই এসব ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ভোটগণনার বিবরণীর ইমেজ কপি পাঠানোর মাধ্যমে দ্রুত বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন/ঘোষণার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এর আগে দেশের ২৫টি জেলার ৭২টি এলাকাকে দুর্গম হিসেবে ঘোষণা দেয় নির্বাচন কমিশন। অন্যান্য এলাকায় নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর কথা বলা হলেও দুর্গম এলাকার জন্য বিষয়টি শিথিল রাখা হয়েছে। ভোটের আগের রাতেও ওইসব এলাকায় ব্যালট পেপার পাঠানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ