নতুন বছরকে বরণে রাজধানীর বিভিন্ন স্থানে মধ্যরাতে ওড়ানো ফানুসগুলো মেট্রোরেলের তারে আটকেছে। থার্টি ফার্স্ট নাইটে মেট্রোরেলের তারেই ৩৮টি ফানুস আটকা ছিল। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ সতর্ক থাকায় কোনো সমস্যা হয়নি।
সোমবার (০১ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনকারী ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
নাসির উদ্দিন বলেন, ডিএমটিসিএলের কর্মীরা রাত ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়েছে। এসময় বিভিন্ন এলাকায় মেট্রোরেলের তারে আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়েছে।
ডিটিএমসিএল পরিচালক আরও জানান, ইংরেজি নতুন বছর বরণের উৎসবে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই শঙ্কা তাদের ছিলই। এজন্য পুরো পথকে ছয়টি সেকশনে ভাগ করে পেট্রলিং করা হয়েছে। আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করে আমাদের কর্মীরা।
ডিএমটিসিএলের এই কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক তারে কোনো ধরনের বস্তু বিশেষ করে মেটালিক কিছু থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। স্পার্কিং হলে রেল চলাচল বাধাগ্রস্ত হতো।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ