আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিলিটারি ডিক্টেক্টর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশকে ধ্বংস করে দিয়েছে। জাতির পিতা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে গেছেন। জিয়া ও এরশাদ সেই উন্নয়ন ধ্বংস করে গেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনিতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছি। শিক্ষকদের বেতন বাড়িয়েছি। শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ারও ব্যবস্থা করেছি আমরা। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের এতো উন্নয়ন হচ্ছে। আমরা ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করবো। আমরা সেটা করেছি। এখন দেশের প্রতিটি নাগরিকের হাতে হাতে মোবাইলফোন, এগুলো আমরাই দিয়েছি। দেশের মানুষের মর্যাদা বৃদ্ধির জন্যই আমরা কাজ করছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, মিলিটারি ডিক্টেক্টর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশকে ধ্বংস করে দিয়েছে। জাতির পিতা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে গেছেন। জিয়া ও এরশাদ সেই উন্নয়ন ধ্বংস করে গেছে। তাদের হাত ধরে তৈরি রাজনীতি দেশের জন্য কিছুই করতে পারেনি। আমরাই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাই।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ