ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইসির সঙ্গে বৈঠকে মানবাধিকার কমিশন

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০৯
ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় মানবাধিকার কমিশন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন। অন্যদিকে, ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

জানা গেছে, নির্বাচনে ২৭টি দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১ হাজার ৮৯৫ জন প্রার্থী প্রচার চালাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন। এসব বিষয়ে আলোচনা হবে বৈঠকে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ