শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আড়াই ঘণ্টা পর ঢাকা ছাড়ল একতা এক্সপ্রেস 

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:২০

রাজধানীর কমলাপুর স্টেশনে লাইনচ্যুত হওয়া আন্তঃনগর একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে গেছে। কমলাপুর স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে পঞ্চগড়গামী ট্রেনটি রওনা হয়েছিল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে। কিন্তু রওনা হওয়ার পরপরই লাইনচ্যুত হয় আন্তঃনগর ট্রেনটি।

কমলাপুরের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, প্লাটফর্ম থেকে বের হওয়ার সময় ট্রেনের একটি কোচের চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। আমরা সাড়ে ১২টার দিকে ওই কোচের চারটি চাকা আবার ট্র্যাকে উঠিয়েছি। ট্রেনটি মাত্র ছেড়ে গেছে।

তিনি জানিয়েছেন, একতা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় বেলা পৌনে ১টা পর্যন্ত ওই লাইন বন্ধ ছিল। এই পুরো সময় অপেক্ষায় থাকতে হয় ওই ট্রেনের যাত্রীদের।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর সকালে ঢাকার উত্তরার আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। সোমবারই ময়মনসিংহের শম্ভুগঞ্জে একটি রেলক্রসিংয়ে ট্র্যাকে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ