রাজধানীর গুলিস্তানে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার রাশেদ জানান, শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করেছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ