ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান অপরিবর্তনীয়’

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২৩, ২০:৪৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ২০:৫১
ছবি- সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অবস্থান অপরিবর্তিত রেখেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছি; যেখানে জনগণ মুক্তভাবে ভয়হীন পরিবেশে তাদের ভোট দিতে পারবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র এই কথা বলেন।

সাংবাদিক মুশফিকের এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি আগেও আপনার প্রশ্নের জবাব দিয়েছি। তবে আংশিকভাবে আমি বলছি, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছি; যেখানে জনগণ মুক্তভাবে ভয়হীন পরিবেশে তাদের ভোট দিতে পারবে। অবশ্যই নির্বাচনের পরে আমাদের কিছু বলার থাকবে, তবে আমাদের অবস্থান অপরিবর্তনীয়।

বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মনে করি, এসব ঘটনার পেছনে কারা জড়িত, যথাযথ তদন্তের মাধ্যমে তা খুঁজে বের করা এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ