বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ও অবরোধে নাশকতা এড়াতে বেশ কয়েকটি ট্রেন চলাচল বন্ধ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া নাশকতা ঠেকাতে লাইনগুলোয় টহল ইঞ্জিন চালু এবং নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শফিকুর রহমান এই তথ্য জানান।
শফিকুর রহমান বলেন, নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত অগুরুত্বপূর্ণ চারটি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে টহল ইঞ্জিন চালু ও রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে আনসার সদস্যরা কাজ শুরু করেছেন। দুই হাজার আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ