জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে সংস্থা দুটি সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
জানা গেছে, সিটি এনএসআইয়ের ১২ জন এবং র্যাবের ৫০ জন সদস্য কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় চৌকস নজরদারিতে নিয়োজিত।
যৌথ নজরদারিতে সন্দেহভাজন ব্যক্তি এবং তার সঙ্গে বহন করা ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে, যেন দুষ্কৃতকারীরা কোনো দাহ্য পদার্থ বা অবৈধ মালামাল বহন করতে না পারে।
সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে র্যাব-৩ এর আওতাধীন এলাকায় একাধিক পেট্রোলের সমন্বয়ে রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ