রাজধানীর কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি আনোয়ার হোসেন জানান, একটি বস্তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মূলত ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে চটের বস্তাটি রাখা ছিল। সেটির কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারেনি। ফলে গরম হয়ে চটের বস্তায় আগুন লেগে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে আগুন নেভানো হয়।
রেলওয়ে পুলিশের এসপি আরও জানান, আগুন নেভানোর সময় ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরে সেটি গন্তব্যে রওনা হয়।
এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। এছাড়াও আহত হন বেশ কয়েকজন।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ