ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রেনে নাশকতা ঠেকাতে নামছে আনসার

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:৪১
ছবি- সংগৃহীত

হরতাল ও অবরোধে নাশকতা ঠেকাতে আনসার সদস্য মোতায়েন করা হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ২ হাজার ৭০০ আনসার সদস্য চাওয়া হয়েছে। বর্তমানে রেলের যে জনবল রয়েছে তা নিয়ে নাশকতা ঠেকানো কঠিন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এই তথ্য জানান।

নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে রেলের যে জনবল রয়েছে তাদের নিয়ে নাশকতা ঠেকানো কঠিন। এ কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনসার সদস্য চাওয়া হয়েছে।

ঢাকায় ‌‌‌‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আগুন লাগার ঘটনা তদন্ত হচ্ছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনার পেছনে

আন্দোলনের যোগসূত্রতা আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনকারীরা আগে বাসে ট্রাকে আগুন দিত। এখন সেগুলো কিছুটা কমেছে। এখন রেলকেই আক্রমণের লক্ষ্য বানানো হয়েছে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ