দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষক থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁও ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জাপানের রাষ্ট্রদূত এই কথা জানান।
ইওয়ামা কিমিনোরি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষক থাকবে। এর মধ্যে তিনজন জাপান থেকে আসবে, আর বাকি পর্যবেক্ষক হিসেবে দূতাবাস অফিসের লোক থাকবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান ইওয়ামা কিমিনোরি। এসময় প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ