ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার করতে পেরে আমি তৃপ্ত: প্রধান বিচারপতি

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৩, ২১:৪৯

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর যারা বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার করতে পেরে আত্মতৃপ্তি অনুভব করছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেছেন, যারা দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদের বিচার আমার ট্রাইব্যুনালে হয়েছিল। আমি ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলাম। আমি তাদের বিচার করতে পেরে আত্মতৃপ্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গনে শুক্রবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ আইন সমিতির ৩৭তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি আরও বলেন, যারা লেখালেখির মাধ্যমে আইনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আইনি সহায়তা পেতে কাজ করছেন তাদেরকে স্বাগতম জানাই।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি মনজুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নাইমা হায়দার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

নয়াশতাব্দী/একে ‍

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ