ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাপক নিরাপত্তায় প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১৮
ছবি- সংগৃহীত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিশিষ্টজনেরা।

এরপরই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সাধারণ মানুষের ঢল নামবে। তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে অপেক্ষায় গোটা জাতি।

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের জন্য এরই মধ্যে সৌন্দর্যবর্ধনের সব কাজ শেষ করা হয়েছে। দিবসটি উপলক্ষে নানা রঙের বাহারি ফুলেল চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। এজন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সর্বসাধারণের প্রবেশ বন্ধও রাখা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’-এর প্রস্তুতি সম্পন্ন করেছে বাহিনীটি।

প্রতিবারের মতো এবারও বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। স্মৃতিসৌধের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, দিনটিকে সামনে রেখে পরিচ্ছন্নতাকর্মীরা ইতোমধ্যেই ধোয়ামোছার কাজ শেষ করেছেন। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন। এ লক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে আমরা সর্বসাধারণের প্রবেশ বন্ধ রেখেছি।

পুলিশ সুপার আরও বলেন, যেসব এলাকায় জনবসতি আছে, তাদের নাগরিকত্ব ফরম দিয়েছি। নতুন কোনও ব্যক্তির এলাকায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই এলাকার অধিবাসীসহ সকলের সঙ্গে কথা বলেছি। তাদের প্রতি অনুরোধ রেখেছি, বহিরাগত কেউ যদি তাদের এলাকায় অবস্থান করে আমাদের অবহিত করার জন্য।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ