গাজীপুরের শ্রীপুরের বনখড়িয়া ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। আজ রাত ১২টা নাগাদ রেললাইন মেরামত সম্পন্ন হতে পারে।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান সাংবাদিকদের এই তথ্য জানান।
রেলওয়ের মহাপরিচালক বলেন, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। পাশাপাশি তিনশ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এসব স্থানে নতুন করে রেলের পাত বসানো হচ্ছে।
ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, আমরা আশা করছি রাত ১২টার মধ্যে পুরো রেললাইন মেরামত করে ট্রেন চলাচল চালু করতে পারবো বলে জানান কামরুল আহসান।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ