আগামী ২০ ডিসেম্বর তিন দিনের সফরে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের। কিন্তু অনিবার্য কারণে এ সফর স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
এর আগে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তার স্বার্থে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতি।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ