ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ৫৬১ প্রার্থীর আপিল

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪
ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে পাঁচদিনে ৫৬১ প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন। আগামীকাল রোববার থেকে পর্যায়ক্রমে এসব আপিলের শুনানি ও সিদ্ধান্ত দেওয়া হবে।

শনিবার (০৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।

এসময় আগামীকাল বিএনপির মানববন্ধন সম্পর্কে জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কমিশন মনে করলে পরামর্শ দেবে।

ইসি কর্মকর্তারা বলেন, প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং আজ (শনিবার) ১৩০ জন আপিল করেছেন। পাঁচদিনে মোট ৫৬১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। এরমধ্যে বেশ কিছু বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনও করা হয়েছে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ