আগামী জানুয়ারি মাস থেকে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন এই ট্রেনের তিনটি নাম প্রস্তাব করা হলেও এখনও নাম চূড়ান্ত করতে পারেনি রেলওয়ে।
বুধবার (০৬ ডিসেম্বর) রাজধানীর রেলওয়ে ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-কক্সবাজার রুটে প্রস্তাব করা ট্রেনের নামগুলো হলো- পালংকি এক্সপ্রেস (কক্সবাজারের প্রাচীন নাম), তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।
রেলমন্ত্রী সুজন বলেন, এই ট্রেনটি ১ জানুয়ারি থেকে চালানোর পরিকল্পনা রয়েছে। নামগুলোসহ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ট্রেন চলাচল শুরু হবে।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ