ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মানুষ ভাড়া করে জ্বালাও-পোড়াও করা হচ্ছে : ডিএমপি কমিশনার

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ২২:৩৩
ছবি- সংগৃহীত

রাজনৈতিক দলের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ ভাড়া করে জ্বালাও-পোড়াও এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (০৪ ডিসেম্বর) ‘৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এই কথা বলেন।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিজয় দিবস উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন সামনে রেখে জ্বালাও-পোড়াও এবং ককটেল বিস্ফোরণের বিষয়গুলো একেবারে উপেক্ষা করা যাবে না। এরই মধ্যে তদন্তে এসেছে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং তারা শ্রমজীবী মানুষ ভাড়া করে এসব ঘটনা ঘটাচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাস মোকাবিলায় গোয়েন্দা সংস্থা ও পোশাকধারী পুলিশ আরও বেশি সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ