ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫ যানবাহনে আগুন

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২৩, ১৩:৩৩

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ৫টি যানবাহনে আগুন দিয়েছে বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, গত ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মাধ্যমে মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে। সর্বশেষ মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাকে, একই দিন রাত ৯টা ৫ মিনিটে বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে ‘রোকেয়া পরিবহনের’ ১টি বাসে, রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় ১টি ট্রাকে, ভোর ৫টা ২৬ মিনিটে ঢাকার শ্যামপুরের ধোলাইরপাড়ে ‘তুরাগ পরিবহন’-এর ১টি বাসে এবং সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় ‘মিনহাজ পরিবহন’র ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ