ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২৩, ২২:৪২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ২২:৪৮
ছবি- সংগৃহীত

লিবিয়ার ত্রিপোলি থেকে দেশে ফিরেছেন ১৪৩ জন বাংলাদেশি। দেশটির ত্রিপলি থেকে সেখানকার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রত্যক্ষ সহযোগিতায় তারা দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এসময় আইওএম’র পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসাবে ৫ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় এবং আইওএমর আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এই ধারাবাহিকতায় আজ এবং ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ