ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘বিএনপি নির্বাচনে আসতে চাইলে ৩০ নভেম্বরের আগেই বলতে হবে’

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২৩, ২২:২৫
ছবি- সংগৃহীত

বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে আমাদের ৩০ নভেম্বরের আগেই বলতে হবে বলে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

মঙ্গলবার (২৮ নভেম্বর) শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ইসি আলমগীর বলেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে আমাদের ৩০ নভেম্বরের আগেই বলতে হবে। আর তারা যদি মনে করে নির্বাচনে আসবে তাহলে আমাদের জানালে আমরা সংবিধান অনুযায়ী যে সময়ের মধ্যে করা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করব। সেটা নির্ধারিত সময়ের পরে যাবে না। নির্বাচনের তারিখ পরিবর্তন হতে পারে, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ পরিবর্তন হতে পারে। তবে সেটা সংবিধানের মধ্যে থেকেই করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, আমরা নির্বাচনের তারিখ পেছাব না, এটাই ঠিক থাকবে। যদি তারা নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে তাহলে আমরা পুনর্বিবেচনা করব। তাছাড়া কোনো পরিবর্তন হবে না।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ