মোবাইল হারিয়ে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান। রোববার রাতে গণভবনের আশপাশের এলাকায় মোবাইল হারিয়েছেন, এমন অভিযোগে জিডি করেন তিনি। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন।
তিনি ঠিক কোথায় মোবাইলটি হারিয়েছেন তা বলতে পারছেন না। তবে তার ধারণা, শেরে বাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন। আওয়ামী লীগ রোববার বিকেলে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। সেই মনোনয়ন তালিকায় নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন তিনি। গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও ২।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ