বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ডিএসসিসি আবারও নিজ পায়ে দাঁড়িয়েছে : মেয়র তাপস

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৩, ২২:৪৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ২৩:০৩
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমরা সে প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করেছি। এতে ডিএসসিসি আবারও নিজ পায়ে দাঁড়িয়েছে। ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নিয়ে ঢাকাকে একটি বাসযোগ্য নগর গড়ার জন্য কাজ করে চলেছি।

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর শনিরআখড়া জিয়া সরণির নুরপুর বাইতুর রহমত জামে মসজিদে জুমা নামাজ আদায় শেষে মুসলি­দের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এসময় মসজিদ উন্নয়ন কাজের জন্য নিজের তহবিল থেকে এক লাখ টাকা দান করেন।

মেয়র তাপস বলেন, আমরা করোনা মহামারির মধ্যে ২০২০ সালের মে মাসে দায়িত্ব নিয়েছি। তবে আমরা থেমে থাকিনি। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমাদের রাজস্ব আয় ছিল ৫শ ১২ কোটি টাকা। আর ২০২৩ সালে হয়েছে ১ হাজার ৩১ কোটি টাকা। আপনাদের কথা দিয়েছিলাম কোনো কর বৃদ্ধি করা হবে না। আমি সেই কথা রেখেছি। আমরা দলমত নির্বিশেষে এলাকার, নগরের ও ঢাকার উন্নয়নে কাজ করছি। এছাড়া আমরা প্রত্যেক ওয়ার্ডে খেলার মাঠ, সামাজিক সব অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ও কাঁচাবাজার স্থাপন করব।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ