রাজধানীর ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে আবুল হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এ দুর্ঘটনায় আহত আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ছয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেনের মৃত্যু হয়েছে।
আবুল হোসেন রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকার পিয়ার আলীর সন্তান।
আহত আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ডেমরার বাঁশেরপুল এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনায় আবুল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওএসইসি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ