চলতি বছর বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই তালিকায় স্থান পেয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, তেমনি স্থান পেয়েছেন মেয়েদের ব্যালন ডি’অর জয়ী আইতানো বনমাতি। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস আইভি।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস আইভি সম্পর্কে প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৯৭ সালের কথা। তখন জান্নাতুল সবে স্নাতক (সম্মান) শেষ করেছেন। একদিন রান্না করতে গিয়ে ওড়নায় আগুন লেগে যায়। এক দুর্ঘটনায় তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। মুখ, শরীরের ওপরের অংশ পুড়ে কুঁচকে বিকৃত হয়ে যায়। তারপরও বেঁচে যান জান্নাতুল। গলা লেগে গিয়েছিল ঘাড়ের সঙ্গে। এ পর্যন্ত চামড়া প্রতিস্থাপনসহ অস্ত্রোপচার লেগেছে প্রায় ৫০টি।
এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়িয়েছেন জান্নাতুল ফেরদৌস আইভি। এরপর তিনি একজন চিত্রনির্মাতা, লেখক ও অধিকারকর্মীর ভূমিকায় অবতীর্ন হন।
অগ্নিদগ্ধ নারীদের অধিকারের জন্য লড়াই করে এমন প্রতিষ্ঠান ভয়েস অ্যান্ড ভিউজের প্রতিষ্ঠাতা জান্নাতুল। তবে তিনি চলচ্চিত্র নির্মাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। তৈরি করেছেন ৫টি শর্ট ফিল্ম। লিখেছেন ৩টি উপন্যাসও। এছাড়া তিনি স্টোরিটেলিং-এর মাধ্যমে সমাজের প্রতিবন্ধীদের সচেতনতা তৈরি করেন।
পরিবার ও বন্ধুদের সহায়তায় অনিয়মিত (প্রাইভেট) শিক্ষার্থী হিসেবে ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন জান্নাতুল। পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্স করেন তিনি। চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন শর্ট কোর্স করেন। তবে জান্নাতুলের ভাষায় ভালো চলচ্চিত্র বুঝতে এবং ভালো দর্শক হওয়ার জন্যই ছিল তার এই পড়াশোনা।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ