ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

সারাদেশে র‌্যাবের ৪৬০ টহল টিম

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২৩, ১৬:৩০
ছবি- সংগৃহীত

বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪৬০টি টহল টিম মোতায়ন করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতেই ১৬০টি টহল টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়।

বুধবার (০৮ নভেম্বর) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব কমান্ডার মঈন বলেন, আবারও বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধে সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের টহল টিম জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সারাদেশে ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ