ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

র‍্যাব মহাপরিচালকের স্ত্রীর মৃত্যু 

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২৩, ২১:৩৬
ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি খুরশিদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশিদ বেবি মারা গেছেন।

সোমবার (০৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে র‍্যাব প্রধানের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দিলরুবা খুরশীদ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে তার অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকে শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কমিশনার হাবিবুর রহমান জানান, ওনার মারা যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। সেখানে পুলিশের আরও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এম খুরশীদ হোসেন বিসিএস পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯১ সালে পুলিশে যোগ দেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্ম নেওয়া এম খুরশীদ হোসেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাবের ডিজির দায়িত্ব পান।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ