ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

কর্মস্থলে অনুপস্থিত, অতপর চাকরি হারালেন ডিএসসিসির ৩ কর্মী

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪১
ছবি- সংগৃহীত

বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নিয়োজিত তিনজন পরিচ্ছন্নতা কর্মীকে কর্মচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসসিসি সূত্রে জানা গেছে, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ওই তিনজন পরিচ্ছন্নতা কর্মীকে কর্মচ্যুত করা হয়।

এর আগে একটি দপ্তর আদেশ জারি করে ওই তিন পরিচ্ছন্নতা কর্মীদের কর্মচ্যুত করেন ডিএসসিসি সচিব আকরামুজ্জামান।

তিনি জানান, কর্মচ্যুত পরিচ্ছন্নতা কর্মীদের ব্যাংক হিসেব বন্ধ করার জন্য প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাদের অনুকূলে বাসা বরাদ্দ থাকলে সম্পত্তি বিভাগকে তাদের উচ্ছেদ করে বুঝে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, কর্মচ্যুত হওয়া তিন পরিচ্ছন্নতা কর্মী হলেন- ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মশক পরিচ্ছন্নতা কর্মী (খাল) মোহন সামুন, অঞ্চল ২ এর পরিচ্ছন্নতা কর্মী (কন্টেইনার) মোহাম্মদ রফিক এবং অঞ্চল ২ এর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মী মিজানুর রহমান।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ