ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

রাজধানীতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪২
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলার নয়ানগর এলাকা থেকে আব্দুল হান্নান (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. কাউসার আহমেদ টিটু বলেন, খবর পেয়ে যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলার নয়ানগরের একটি পার্কিং থেকে সিলিংফ্যানে হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, তার ভাইয়ের কাছ থেকে জানতে পারি, শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আব্দুল হান্নানকে সঙ্গে করে নিয়ে দক্ষিণ কাজলার খান প্যালেসে রেখে যান। পরে সকালে ওই খান প্যালেসে গিয়ে দেখেন পার্কিংয়ে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন চলে এসে দেখে তার ভাই সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলছে।

পরে খবর দেওয়া হলে আমরা এসে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হান্নানের ভাতিজা জুয়েল বলেন, ‘আমার চাচা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। তিনি কিছু টাকা ওই এলাকায় দিয়েছিলেন। ওই টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ বিষয় নিয়ে তিনি অভিমানে আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা।’

তিনি আরও জানান, আব্দুল হান্নানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দামলা গ্রামে। তিনি যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলার নয়ানগর এলাকায় থাকতেন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ