ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

নৌকায় ভোট চাওয়া সেই ডিসিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫১
ফাইল ছবি

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তাকে এই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরেক আদেশে জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে মো. ইমরান আহমেদ আওয়ামী লীগের (নৌকা) পক্ষে ভোট চেয়ে আলোচনায় আসেন।

ভিডিওতে জেলা প্রশাসককে বলতে শোনা যায়, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

এদিকে ডিসি ইমরান আহমেদের বক্তব্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ