ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ডিএসসিসির ৬২ পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত

প্রকাশনার সময়: ১৮ আগস্ট ২০২৩, ১৬:১৪
ফাইল ছবি

দৈনিক মজুরি ভিত্তিক ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য ভাণ্ডারের জন্য তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে নানা অনিয়ম পাওয়ায় ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দফতর আদেশ জারি করে বিষয়টি কার্যকর করেছেন।

দফতর আদেশে সচিব আকরামুজ্জামান উল্লেখ করেন, পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য ভাণ্ডারের জন্য তথ্য যাচাই বাছাই করতে গিয়ে এ সংক্রান্ত কমিটির সুপারিশের আলোকে পরিচ্ছন্নতাকর্মীদের ৫৯ বছর পার হওয়া, শারীরিক অক্ষমতা, একজনের পরিবর্তে অন্যজন কাজ করা, কাজে অবহেলা, অসদাচারণ, তদন্তকালে অনুপস্থিতি, তদন্তে মিথ্যা তথ্য দেওয়া এমন নানান কারণে ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীকে কর্মাবসান করা হয়েছে।

তিনি বলেন, ‘এসব পরিচ্ছন্নতাকর্মীদের ব্যাংক হিসাব বন্ধ করার জন্য প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া এসব পরিচ্ছন্নতাকর্মীদের অনুকূলে ডিএসসিসির বাসা বরাদ্দ থাকলে পাওয়া আদায় করে সম্পত্তি বিভাগ বুঝে নেবেন।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ