ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

দালাল ধরতে আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২৩, ১৩:৫৭
ফাইল ছবি

দালাল ধরতে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়।

জানা গেছে, বিভিন্ন সময় পাসপোর্ট অফিসে দৌরাত্ম বেড়ে যায় দালালদের। এতে বিভিন্নভাবে হয়রানির শিকার হন পাসপোর্ট আবেদনকারীরা।

অভিযোগ আছে, জরুরি প্রয়োজনে পাসপোর্ট করতে গেলে দালালের খপ্পরে পড়ে অনেক সময় অতিরিক্ত অর্থ গুনতে হয় আবেদনকারীদের।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম জানান, রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশের এলাকায় দালালদের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে সময় প্রায় তিন ঘণ্টা চলে ওই অভিযান।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ