মধ্যরাতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় তল্লাশিতে কোনো আইনি ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনারর মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (০২ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হারুন অর রশীদ বলেন, ‘নুর যখন জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? তখন পুলিশ তার পরিচয় দিয়েছে। বলেছে, আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ।’
নুরের বাসায় তল্লাশিতে আইনের ব্যত্যয় হয়নি জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আমাদের পুলিশ তাকে বারবার বলেছে, আসামি দিয়ে দেন। আইনে বলা আছে যে, আসামি যার বাসায় থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনবোধে বল প্রয়োগ করে আসামি আনতে পারি। আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি।’
হারুন বলেন, ‘যাকে ধরে এনেছি তিনি একজন মামলার আসামি। তিনি ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন দলের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছে। তার নামে মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই তার উচিত ছিল। সেটা না করে, উল্টো পুলিশের ওপর চড়াও হলেন। পুলিশকে গালিগালাজ করলেন। সরকারি কাজে বাধা দিলেন।’
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ