ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

দক্ষিণ সিটির ৯ খালে সহস্রাধিক মেট্রিক টন বর্জ্য অপসারণ

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২৩, ১৯:২২
ছবি - সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৯টি খালে পরিচালিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গত ৩ দিনে ১ হাজার ১৭ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৩ দিনে এ বর্জ্য অপসারণ করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) শেষ দিনের বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের।

তিনি বলেন, ‘২৭ জুলাই থেকে করপোরেশনের আওতাধীন কাজলা খাল, মৃধা বাড়ি খাল, মাতুয়াইল কবরস্থান খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদী ব্রিজ পর্যন্ত ও শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল হতে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর হতে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত, স্টাফ কোয়ার্টার হতে ডগাইর সাংবাদিক বাড়ি খাল, জিয়া সরণি খাল এবং সুখনগর-নন্দীপাড়া-ত্রীমোহনী (জিরানি) খালে এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। আজ এ বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের শেষ দিন। প্রথম দিনে ২৬৬.৯৫৩ টন, ২য় দিনে ৩৭৯.৩৮ টন, ৩য় দিনে ৩৭০.২৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন গড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজার ১৩০ জন পরিচ্ছন্নতাকর্মী এ কার্যক্রমে অংশ নেন।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ