ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

১৩ কূটনীতিকের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট : শাহরিয়ার আলম

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২৩, ১৭:১২
ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া পশ্চিমা মিশনের ১৩ কূটনীতিকের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, পশ্চিমা কূটনীতিকদের মূল্যায়নে বাস্তবতা প্রতিফলিত হয়নি।

বুধবার (২৬ জুলাই) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপস্থিত হন মিশনপ্রধানরা। সেখানে বৈঠক শেষে বিকেল ৪টায় একে একে বেরিয়ে যান তারা। বৈঠকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ায় সরকারের অসন্তোষের কথা জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশিদের বিবৃতির আগেই সরকার হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছিল। এমন অবস্থায় যৌথ বিবৃতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। বিদেশি দূতদের ডেকে সতর্ক করা হয়েছে।’

অন্যদিকে, বিবৃতিদাতা রাষ্ট্রদূতরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্যই বিবৃতি দেয়া হয়েছিল।

শাহরিয়ার আলম বলেন, ‘রাষ্ট্রদূতদের তলব করা হয়নি। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘১৩ দূতকে ভিয়েনা কনভেনশন মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। তাদের কোনো অবস্থান থাকলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগে জানাতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পশ্চিমা ১৩ দূতের বিবৃতি বা তা নিয়ে সরকারের অবস্থানে দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো টানাপোড়েন হবে না। ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে সরকারের অবস্থান ইইউসহ পশ্চিমা দেশগুলোর সদর দফতরে আজই জানানো হবে।’

হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন বিবৃতি দিয়েছিল।

যৌথ বিবৃতিতে তারা বলেছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা এ ঘটনার পূর্ণ তদন্ত এবং জবাবদিহিতার আহ্বান জানাই। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।

এছাড়া নির্বাচনের পরদিন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে বাংলাদেশ।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ