ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ইইউ প্রতিনিধিদের সফর নির্বাচনের জন্য সহায়ক হবে : তথ্যমন্ত্রী

প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২৩, ১৭:৫০

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তাদের এই সফর আগামী নির্বাচনের জন্য সহায়ক হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে কিনা, এ প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘ইউইউ প্রতিনিধি দল এসেছে নির্বাচন কমিশনের আমন্ত্রণে। তারা স্বপ্রণোদিত হয়ে এসেছে তা নয়। তারা যে এসেছে, এটি আগামী নির্বাচনের জন্য সহায়ক। তারা পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতিমূলক হিসেবে এ সফরে এসেছে। সুতরাং সেটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক হবে।’

এ বছরের শেষে বা পরবর্তী বছরের শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের এই ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন বা অনুসন্ধানী অগ্রগামী দল।

৮ থেকে ২৩ জুলাই এ সফরে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা– ইত্যাদি বিষয় মূল্যায়ন করবে এই মিশন। এর অংশ হিসেবে তারা নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।

স্বাধীন এই প্রতিনিধি দল ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের আলোকে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত দেবেন তিনি।

ইউরোপীয় প্রতিনিধিদের এই সফরের মধ্যেই বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ের সঙ্গে মানবাধিকার, শ্রমিক অধিকার, নির্বাচন ও রোহিঙ্গা সংকট রয়েছে তার সফরের আলোচ্য সূচিতে।

বছর শেষ বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজরা জেয়ার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ‘বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক’ রয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের বাণিজ্য রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। রোহিঙ্গা সমস্যা একটি মানবিক সমস্যা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন মার্কিন আন্ডারসেক্রেটারি সেখানে গিয়েছেন।’

বিএনপির নতুন কর্মসূচি নিয়ে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘তারা মাঝেমধ্যেই এমন কর্মসূচি দেয়। গত বছর একবার এক দফা ঘোষণা করে বলেছিল যে, খালেদা জিয়া মুক্ত হয়ে এসে সভায় যোগ দেবেন। তারেক জিয়া উড়ে এসে সভায় বক্তব্য রাখবেন। কীভাবে উড়ে আসবে, সেই ব্যাখ্যা দেয়নি।’

‘আমরা ধরে নিয়েছিলাম সম্ভবত বোরাকে করে আসবেন বা অন্য কোনোভাবে আসবে; এসে তারপর যোগ দেবে। এ রকম আরও অনেক কথা বলেছিল। কিন্তু সেই আন্দোলন গরুর হাটে মারা গেছে।’

এর আগেও বিএনপি বিভিন্ন সময় কঠোর আন্দোলনের ঘোষণা দিলেও সেগুলো হালে পানি পায়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

সংসদ বিলুপ্ত করার যে দাবি বিএনপি করছে, তাকে ‘দুরভিসন্ধিমূলক’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের পদত্যাগ বিভিন্ন সময় বিরোধীরা চায়, সেটি চায়তেই পারে। বিভিন্ন দেশে সরকারের পদত্যাগ চায়। সরকারের পদত্যাগ চাওয়ার অধিকার যে কারো আছে। কিন্তু সংসদ বিলুপ্ত করার দাবি-দাওয়া প্রচণ্ড দুরভিসন্ধিমূলক।’

‘তারা আসলে দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি করতে চায়। সাংবিধানিক সংকট তৈরি করে তারা অসাংবিধানিক কোনো কিছুকে জায়গা করে দিতে চায়। সেটার লক্ষ্যে তারা সংসদ বিলুপ্ত করার দাবি দিয়েছে। যেটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিএনপি এই দাবি করেছে।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ