ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

রাজধানীর হাটে ‘বিগবস’, দাম ১৫ লাখ

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৩, ২১:০৯

আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে রাজধানী পশুরহাটগুলো। সময় স্বল্প থাকায় হাটগুলোতে পশু আসছে দেশের বিভিন্ন জেলা থেকে। ছোট-বড় ও মাঝারি পশুর মধ্যে মাঝারি পশুতে আগ্রহী এবার বেশি।

তবে প্রতিবার ঈদুল আজহা আসলে পশুর হাটে বড় গরু, গরু-মহিষের বিভিন্ন নাম থাকলেও এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

রাজধানীর গাবতলী পশুর হাটে বিশাল আকৃতির একটি মহিষ উঠেছে, খামারি তার নাম দিয়েছেন ‘বিগবস’। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

দেখা গেছে, রাজধানীর প্রধান ও স্থায়ী ঐতিহাসিক গাবতলী গবাদি পশুর হাটে দেখা গেছে এই মহিষটি। ব্যবসায়ীরা দাবি করছেন এটিই গাবতলী হাটের সবচেয়ে বড় মহিষ।

হাটের ব্যবসায়ী মঞ্জুর রহমান জানান, মহিষটির বয়স ৫ বছর হলেও তিনি ১ বছর ধরে লালন-পালন করছেন। জাফরাবাদি জাতের এ মহিষটির নাম রাখা হয়েছে 'বিগবস'।

দামের কথা জানতে চাইলে এ ব্যবসায়ী বলেন, মহিষটির ওজন (লাইভ-ওয়েট) দেড় টন অর্থাৎ ১৫০০ কেজির মতো। সেই অনুযায়ী এর দাম ১৫ লাখ টাকা চাওয়া হচ্ছে। তবে ক্রেতাদের চাহিদা থাকলে আলোচনার মাধ্যমে দাম আরও কম হতে পারে। আগ্রহী ক্রেতারা অনেকে ৯ থেকে সাড়ে ৯ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। আরও একটু বেশি পেলে মহিষটি বিক্রি করে দেব।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ