ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশনার সময়: ২৪ জুন ২০২৩, ১৬:৩৯
ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) রাসেল (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কারাগার থেকে রক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আল আমিন বলেন, সকালে রাসেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কর্তৃপক্ষের অনুমতিতে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কী ধরনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্নের পর কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ