নগরীর তাপমাত্রা কমাতে ছাদ বাগান ছাড়াও ইতোমধ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এমনকি তাপমাত্রা কমাতে এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকার ডিএনসিসি এলাকায় একজন চিফ হিট অফিসারও (সিএইচও) নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন। তবে এবার তাপমাত্রা কমাতে সবুজায়নে নাগরিকদের মতামত চেয়েছে ডিএনসিসি।
রোববার (১৪ মে) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের বরাতে এতে বলা হয়েছে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। বৈশ্বিক উষ্ণায়ন ও ক্রমবর্ধমান নগরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাবে নগরসমূহের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক জীবনধারা ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন করার জন্য নাগরিক প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার একান্ত প্রয়োজন।
এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকা সবুজায়নের লক্ষ্যে সড়কের ফুটপাথ, সড়কদ্বীপ, পার্ক, খেলারমাঠ গণপরিসরে সবুজায়নের বিষয়ে আপনার সুচিন্তিত মতামত ডিএনসিসির ওয়েবসাইট http://www.dncc.gov.bd/forms/Street Planting - DNCC এ জানানোর জন্য অনুরোধ করা হলো।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ