সিকিউরিটি কোম্পানির চাকরির প্রলোভন দেখিয়ে অফিসে আটকে রেখে শারীরিক ও পাশবিক নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি প্রতারক চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বুধবার (২০ মার্চ) গাজীপুর মহানগর এলাকার গাছা থানাধীন রশিদ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূলহোতা আস্তাকুল আমিন আনাম, তৌফিক, জুনায়েদ, ইমরান, রনিসহ ১০ পুরুষ ও ৪ নারী সদস্য।
র্যাব জানায়, গত ১৯ মার্চ অনলাইনে বেস্ট অ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি দেখে সাকিব হোসেন ও ফারজানা আক্তার পাখি প্রতিষ্ঠানটিতে যোগাযোগ করেন।
প্রতিষ্ঠানের দেওয়া তথ্যমতে, তারা গাজীপুরের গাছা থানাধীন রশিদ মার্কেট এলাকায় এলে, সাকিবকে অফিস কক্ষের টর্চাল সেলে আটকে অমানবিক নির্যাতন করে ভিডিও ধারণ করা হয়।
ধারণ করা ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা র্যাব-১ এ অভিযোগ জানালে, র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প সদস্যদের অভিযানে ভুক্তভোগী সাকিব ও পাখিসহ প্রতিষ্ঠানে জিম্মি থাকা ২৭ জনকে উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যমে শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। অনলাইনে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ