শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পুলিশ সদস্যকে একা পেয়ে মাদক কারবারীর ছুরিকাঘাত

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪২

রাজশাহীর দুর্গাপুরে মাদক কারবারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় সেলিম (৩০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম বিষয়াটি নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক সেলিম উপজেলার হোজাগ্রামের আনছার আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) সন্ধ্যায় হোজা এলাকায় অভিযানে যায় থানা পুলিশ। এ সময় ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

এদিকে, এ ঘটনার জেরে রোববার দুপুরে দুর্গাপুর সবজি বাজরে কর্মরত পুলিশ সদস্য ফিরোজ আহমেদকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যেতে লাগে সেলিম। এ সময় স্থানীয় লোকজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের ঘটনা বুঝতে পেরে সেলিমকে আটক করে। তারপর আহত পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা খারাপ দেখে চিকিৎসক ডা. তামান্না উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনার পর থেকে উপজেলা জুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

এ ঘটনায় আটক সেলিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ