ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বাড়িতে গিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, র‍্যাবের জালে ধরা

প্রকাশনার সময়: ২৬ জানুয়ারি ২০২৪, ১৫:০৪

ফরিদপুরের ভাঙ্গায় বাবুল মোল্লা (২৪) নামে আলোচিত কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নগরকান্দা থানাধীন কুঞ্জিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০ সদস্যরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার বাবুল মোল্লা জেলার সালথা থানার ভাবুকদিয়া গ্রামের ছামাদ মোল্লার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত বছরের ২১ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে সহযোগী শহিদুলসহ ভাঙ্গা থানার হামিরদি গ্রামে ভিকটিমের বাড়িতে গিয়ে ফাঁকা বাড়িতে তাকে একা পেয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করে।

এ বিষয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ভাঙ্গা থানায় গত ১৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রুজু করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি পলাতক থাকেন।

এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-১০ (সিপিসি-০৩) ফরিদপুর ক্যাম্প তদন্তে নামে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানাধীন কুঞ্জিনগর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি বাবুল মোল্লাকে তার সহযোগী আসামি শহিদুল ইসলামসহ (২৭) গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার আসামি ওই ধর্ষণের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন।

আসামি মামলা রুজুর পর থেকে রাজধানীসহ ফরিদপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে জানা যায়। সেইসঙ্গে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ