ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন হন মলিনা বিবি

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৪, ২০:৪৩

নওগাঁর মান্দায় বিয়ের জন্য চাপ দেওয়াতেই হত্যাকাণ্ডের শিকার হন মলিনা বিবি (৫০) নামে এক নারী। দীর্ঘ ৬ মাস ১০ দিন পর আসামি সোনাবর মৃধাকে (৪৫) গ্রেফতারের পর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ।

গ্রেফতার সোনাবর মৃধা মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামের মৃত অফির উদ্দিন মৃধার ছেলে।

নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টিপু মুন্সীর আদালতে মলিনা হত্যাকাণ্ডের দায় শিকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।

হত্যাকাণ্ডের শিকার মলিনা বিবি উপজেলার মৈনম ইউনিয়নের চকদারপাড়া গ্রামের জিয়ার উদ্দিনের মেয়ে। স্বামী পরিত্যক্তা এই নারী সতিহাটে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং বাজারের একটি তুলার মিলে শ্রমিকের কাজ করতেন। পাশাপাশি অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

আসামি সোনাবর মৃধা জবানবন্দিতে উল্লেখ করেন, মলিনা বিবির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করার জন্য গত বছরের ৬ জুলাই মলিনা বিবিকে মোবাইলে ডেকে নেন সোনাবর মৃধা। এরপর সারাদিন দুজনে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। ওইদিন সন্ধ্যার পর সোনাবরকে বিয়ের জন্য চাপ দেন মলিনা বিবি। পরে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মলিনা বিবিকে বিয়ের কথা বলে ভালাইন ইউনিয়নের আয়াপুর পাগলিতলা মণ্ডপের কাছে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন সোনাবর। মৃত্যু নিশ্চিত করে তার মরদেহ পাগলিতলা মণ্ডপের পাশে একটি ঘাসখেতে ফেলে আত্মগোপন করেন তিনি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, মলিনা বিবির মরদেহ উদ্ধারের পর থেকে ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তৎপর ছিল পুলিশ। কিন্তু আসামি সোনাবর মৃধা বারবার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। পরে তথ্যপ্রযুক্তি ও ফরিদপুর জেলা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোনাবর মৃধা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এর আগে, গত বছরের ৭ জুলাই নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর পাগলিতলা মণ্ডপের পাশের একটি ঘাসখেত থেকে মলিনা বিবির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নয়া শতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ