ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ডেমরায় বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ২১:০৯
ছবি- সংগৃহীত

রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাড়িটি থেকে এখন পর্যন্ত ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাতে ডেমরায় খাঁননগর এলাকার পরিত্যাক্ত ওই বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব-৩। ঘটনাস্থলে র‍্যাবের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে।

র‍্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামিম হোসেন বলেন, নাশকতা করার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় আমরা দুই জনকে আটক করেছি। আটকরা হলেন- মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।

এএসপি শামিম আরও বলেন, বাড়িটি থেকে এখন পর্যন্ত ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ