ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

পেশাদার ডাকাত চক্রের দুই সদস্যকে বিমানবন্দর থেকে গ্রেফতার

প্রকাশনার সময়: ১৪ জুলাই ২০২৩, ২১:০৭
ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে পেশাদার ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা হলেন- আমির হোসেন (৫০) ও বারেক মিয়া (৪০)।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান।

পুলিশ কর্মকর্তা জানান, তারা পেশাদার ডাকাত ও অজ্ঞান পার্টির সদস্য। এসব কাজের মূলহোতা তারা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেজে প্রতারণার মাধ্যমে বিদেশ ফেরত যাত্রীকে গাড়িতে তুলে ডাকাতির মাধ্যমে সর্বস্ব লুটে নিতেন তারা। তাদের মধ্যে আমিরের নামে চারটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলা এবং বারেক মিয়ার নামে ডাকাতিসহ বিভিন্ন আইনে পাঁচটি মামলা রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানাবে এপিবিএন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ