দুর্নীতির মামলায় কারাগারে থাকা হাজী সেলিমের জামিন আবেদন করলে তা না মঞ্জুর করেছেন চেম্বার আদালত। সোমবার (৬ জুন) হাজী সেলিমের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করলে, চেম্বার বিচারপতি মো. ইনায়েতুর রহিম বলেন, এ মামলায় জামিন দেয়ার সুযোগ নেই চেম্বার আদালতের।
দুদক জানায় তার সংসদ সদস্যপদ নেই, এনিয়ে চেম্বার আদালতে কোনো গেজেট হয়নি। পরে চেম্বার আদালত এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১ আগস্ট দিন ঠিক করেন।
গেলো ২৫ এপ্রিল হাজী সেলিমের হাইকোর্টের সাজার রায়ের কপি নিম্ন আদালতে পাঠানো হয়। হাইকোর্টের রায় অনুযায়ী, বিচারিক আদালতে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পৌঁছালে সেদিন থেকে ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণ করার কথা বলা হয়। ২২ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় হাজী সেলিমকে।
এর আগে ২০২১ সালের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখে হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ