ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমাদের অকারণে হেনস্থা করা হচ্ছে: তাহসান

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ২০:২৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১, ২০:২৬

তাদের অকারণে হেনস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান রহমান খান। বলেন, ‘আমি শ্যুটের আগেই ফেসবুকের পাতায় সংস্থা সম্পর্কে প্রচুর গ্রাহকের অভিযোগ দেখেছি। ফলে, চুক্তি বাতিল করে শ্যুটে অংশ নিইনি।’

তিনি আরও বলেন, ‘তারকারা কোনও সংস্থার শুধুই প্রচারমুখ। সংস্থা কোন পথে চলবে সেটা দেখা বা জানা তাদের কাজ নয়। সেটা সম্ভবও নয়।’

এরআগে, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় যেকোনো সময় তাদের গ্রেফতার করা হবে বলে জানান ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

এত বড় ঘটনার পরেও তাহসান কিন্তু ভেঙে পড়েননি। বরং পূর্ণ আস্থা রেখেছেন দেশের আইন ও বিচার ব্যবস্থার উপরে। তাহসান জানান, তদন্তেই প্রকাশিত হবে আসল সত্য।

পাশাপাশি, মিথ্যে অভিযোগে জড়ানোর জন্য জনপ্রিয় গায়ক কোনও পদক্ষেপ গ্রহণ করবেন কি না, এখনও জানাননি। তার কথায়, তিনি পুরোটাই ছেড়ে দিয়েছেন তার ব্যক্তিগত আইনজীবীর উপরে। তিনি যা বলবেন, সেই রাস্তাতেই হাটবেন তাহসান।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ